রাজধানীর কেরাণীগঞ্জে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল খাদ্য তৈরির অপরাধে দুইটি কারখানা সিলগালা এবং এর মালিককে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই কারখানা দুটির একটিতে ভেজাল সেমাই এবং অপরটিতে ভেজাল সিরকা, আচার ও জেলী তৈরি করছিল সাজাপ্রাপ্তরা। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
তিনি আরো বলেন, ভেজাল লাচ্ছা সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগে দীপক পন্ডিত নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং ভেজাল সিরকা, আচার ও জেলী তৈরি করার অভিযোগে জালাল উদ্দিন নামে অপর ব্যক্তিকে দেড় লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদানসহ কারখানা দুটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই কারখানা দুটির একটিতে ভেজাল সেমাই এবং অপরটিতে ভেজাল সিরকা, আচার ও জেলী তৈরি করছিল সাজাপ্রাপ্তরা। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
তিনি আরো বলেন, ভেজাল লাচ্ছা সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগে দীপক পন্ডিত নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং ভেজাল সিরকা, আচার ও জেলী তৈরি করার অভিযোগে জালাল উদ্দিন নামে অপর ব্যক্তিকে দেড় লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদানসহ কারখানা দুটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।