ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে সম্মিলিত সশস্ত্রবাহিনী বিভাগ।
সোমবার সন্ধ্যায় ইফতারের আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে উপস্থিত হলে তাকে স্বাগত জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক(অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরীক হন।
সোমবার প্রধানমন্ত্রীর সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে সম্মিলিত সশস্ত্রবাহিনী বিভাগ।
সোমবার সন্ধ্যায় ইফতারের আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে উপস্থিত হলে তাকে স্বাগত জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক(অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরীক হন।