শেরপুরের নকলা উপজেলায় নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দারের নেতৃত্বে
এসআই নজরুল ইসলাম, তোফায়েল, রাজিউন, হাফিজ ও এএসআই এমদাদুল হক উপজেলার
বিভিন্ন এলাকায় ১২ জুন শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ও ৫শ
২৫গ্রাম গাজাঁসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃ ব্যক্তিরা হলেন
গাজাঁসহ সালুয়া গ্রামের হামেদ আলীর পুত্র মন্তাজ মেম্বার (৫৬) ও ইয়াবাসহ
সাইলামপুর এলাকার মৃত- আঃ আজিজের পুত্র রিপন (২০)। এদের বিরোদ্ধে নকলা
থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।