ফরাশগঞ্জকে গোল বন্যায় ভাসালো জামাল

S M Ashraful Azom
রোববার যারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অপরাহ্নে উপস্থিত ছিলেন তারা ভাগ্যবান।   একপেসে হলেও দারুণ একটা গোল উৎসবের ম্যাচ দেখেছেন তারা। প্রাণভরে উপভোগ করেছেন মামুনুল-ওয়েডসনের দুরন্ত গতির ফুটবল। ওয়েডসন একাই করেছেন চার গোল।মামুনুল করলেন হ্যাটট্রিক। আর এই দুই তারকার  দারূণ নৈপূণ্যে শেখ জামাল খানমন্ডি ৯-১ গোলে উড়িয়ে দিল ফরাশঞ্জকে।


এভাবেই প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। এর আগের রেকর্ডটিও ছিল শেখ জামালের অধীনে। গত মৌসুমে উত্তর বারিধারাকে ৮-০ গোলে হারিয়েছিল শেখ জামাল।


হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন ও। ভারপ্রাপ্ত অধিনায়ক মামুনুল ইসলামও ছাড়া আলো ছড়িয়েছেন  ল্যান্ডিং ডারবো ও তকলিস। এরা করেন দুটি করে গোল। ফরাশগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার অ্যাকিনলে পিটার।


৯-১ গোলের রেকর্ড পরাজয় ফরাশগঞ্জ শিবিরে হতাশা দারুণ মুডে যোশেফ আফুসি। শেখ জামালের হয়ে দুর্দান্তই হলো তার পুণ:রাভিষেক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top