এদিকে একই বিশ্ববিদ্যালয়ের রেদোয়ান রিজন একটি রাউটার তৈরি করেছেন। যেটি একই সঙ্গে ১০০টি কম্পিউটারকে ইন্টারনেট সংযোগ দিতে সক্ষম। এটি বানাতে খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। ১২ তম ব্যাচের শিক্ষার্থী ইমরাজ হোসেন তৈরি করছেন একটি মোবাইল অ্যাপস। ৩৩০ কিলোবাইট সাইজের এই অ্যাপসটি দিয়ে মোবাইল ফোনের যাবতীয় সংকেত ভয়েস আউটপুটের মাধ্যমে জানা যাবে। এই অ্যাপসটি মূলত দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য।
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী বাংলামেইলকে বলেন, ‘ এই প্রথমবারের মত সিএসই বিভাগের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন করলো। শিক্ষার্থীদেরকে এধরনের বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক কাজে উৎসাহিত করতে আমরা পরিকল্পনা নিয়েছি। প্রয়োজনে তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হবে।