কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন
পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। তখন কি আর তিনি জানতেন, তার
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওই সিদ্ধান্ত বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে?
কাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওই ‘বুমেরাংয়েই’
ঘায়েল পাকিস্তান। ১ উইকেটে ৫১ রান থেকে অল আউট ১৩৮। সফরকারীরা লাঞ্চে
গিয়েছিল ২ উইকেটে ৭০ রান নিয়ে। ফিরে এসে চা বিরতির ঠিক আগেই ইনিংস শেষ।
জবাবে ১ উইকেটে ৭০ রান নিয়ে প্রথম দিনেই শ্রীলঙ্কা ফ্রন্টফুটে।
ওপেনার দ্বিমুথ করুনারত্নে ২৮ রানে পেসার জুনায়েদ খানের বলে উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ধরা পড়লেও, উইকেটে আছেন কৌশল সিলভা ২১ এবং চিরনির্ভরতার প্রতীক কুমার সাঙ্গাকারা ১৮ রানে। পাকিস্তানকে ধসানোর নায়ক ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামা অফ স্পিনার থারিন্ডু কৌশল। তার ‘কৌশলের’ কাছে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। গোটা ইনিংসে মাত্র চারজন দুই অঙ্কের রানে পৌঁছান। বাকিরা উইকেটে ‘এলাম আর গেলাম’। ৪২ রানে ৫ উইকেট নিয়ে থারিন্ডু একাই গুঁড়িয়ে দেন অতিথিদের। তাকে সঙ্গ দিয়েছেন পেসার ধাম্মিকা প্রসাদ। ৩ উইকেট নিয়েছেন ৪৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১ম ইনিংস : ১৩৮/১০ (হাফিজ ৪২, আজহার ২৬, ইয়াসির ১৫, সরফরাজ ১৪; থারিন্ডু ৫/৪২, ধাম্মিকা ৩/৪৩)। শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৭০/১ (করুনারত্নে ২৮, সিলভা ২১ ব্যাটিং, সাঙ্গাকারা ১৮ ব্যাটিং; জুনায়েদ ১/২৬)। * ১ম দিন শেষে
ওপেনার দ্বিমুথ করুনারত্নে ২৮ রানে পেসার জুনায়েদ খানের বলে উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ধরা পড়লেও, উইকেটে আছেন কৌশল সিলভা ২১ এবং চিরনির্ভরতার প্রতীক কুমার সাঙ্গাকারা ১৮ রানে। পাকিস্তানকে ধসানোর নায়ক ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামা অফ স্পিনার থারিন্ডু কৌশল। তার ‘কৌশলের’ কাছে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। গোটা ইনিংসে মাত্র চারজন দুই অঙ্কের রানে পৌঁছান। বাকিরা উইকেটে ‘এলাম আর গেলাম’। ৪২ রানে ৫ উইকেট নিয়ে থারিন্ডু একাই গুঁড়িয়ে দেন অতিথিদের। তাকে সঙ্গ দিয়েছেন পেসার ধাম্মিকা প্রসাদ। ৩ উইকেট নিয়েছেন ৪৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১ম ইনিংস : ১৩৮/১০ (হাফিজ ৪২, আজহার ২৬, ইয়াসির ১৫, সরফরাজ ১৪; থারিন্ডু ৫/৪২, ধাম্মিকা ৩/৪৩)। শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৭০/১ (করুনারত্নে ২৮, সিলভা ২১ ব্যাটিং, সাঙ্গাকারা ১৮ ব্যাটিং; জুনায়েদ ১/২৬)। * ১ম দিন শেষে