ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরাত জাহান (২৮) নামে এক তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে ইসরাতকে উদ্ধার করা হয়। ইসরাতকে জিজ্ঞাসা করে তার খালা জেসমিন আরার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল কেউ ইসরাতকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে।
জেসমিন আরার বরাত দিয়ে তিনি বলেন, ইসরাতের মানসিক সমস্যা রয়েছে। সে এর আগেও এমন করে চলে গিয়েছিল। কিছুদিন আগে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিখোঁজ হন ইসরাত। পরে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন ইসরাতের বাবা।
ইসরাতকে তার খালা জেসমিন আরার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান এএসপি আলমগীর হোসেন।