তথ্যপ্রযুক্তি
খাতে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়ন এবং এই খাতে ক্যারিয়ার গড়তে
আগ্রহীদের পর্যাপ্ত সহযোগিতা দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার
অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) একটি আলাদা প্লাটফর্ম গঠন করেছে।
‘বেসিস উইমেন্স ফোরাম’ নামের এই প্ল্যাটফর্মটি ‘ওয়ান বাংলাদেশ’ বাস্তবায়নে ১
মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও কাজ
করবে।
শনিবার
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে ‘বেসিস উইমেন্স
ফোরাম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি
শামীম আহসান।
বেসিস
সভাপতি শামীম আহসান বলেন, ‘বেসিস দীর্ঘদিন থেকেই তথ্যপ্রযুক্তি খাতে
নারীদের অংশগ্রহণ এবং সেক্টর উপযুক্ত কর্মপরিবেশ তৈরির পরিকল্পনা করে আসছে।
এরই অংশ হিসেবে বেসিসের এই ফোরাম গঠন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে
তথ্যপ্রযুক্তির অনেক ক্ষেত্রেই নারীদের বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের দেশের
নারীদের যোগ্যতা এবং শিক্ষা আছে, শুধু তাদের উৎসাহিত করতে হবে এবং কাজের
উপযুক্ত প্লাটফর্ম তৈরি ও দিকনির্দেশনা দিতে হবে। আর এই কাজটি করে দিতেই
আমরা এই ফোরাম গঠন করেছি।’
এ
ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বেসিস পরিচালক সামিরা জুবেরী
হিমিকা। তিনি বলেন, ‘আমাদের দেশে যেসব নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও ঘরে
বসে থাকেন অথবা যারা শিক্ষার্থী কিংবা ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে কাজ
করছেন কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে নেতৃস্থানীয় অবস্থানে যেতে পারছেন
না তাদেরকে আমরা তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করতে অনুপ্রাণিত করবো। এছাড়া
নারীদের উন্নয়নে বিভিন্ন কাউন্সিলিং সেশন, প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা
বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’