বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয় ও বিদেশ থেকে পঁচা গম আমদানির সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে দল দুটি যানজট-জলযট দ্রুত নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হয়। সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ নেতা জুলফিকার আলী, সিপিবি প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আব্দুল কাদের, জলি তালুকদার, ডা. সাজেদুর।
বক্তারা বলেন, সিটি নির্বাচনে মেয়র যানজট-জলবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের কথা বললেও এখন কোন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। যানজটে ঢাকাবাসী চরম অসহায় হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই ঢাকা পানির নিচে তলিয়ে যায়। মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে।
সমাবেশে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সরকার প্রায় ৪শ’ কোটি টাকা ব্যয় করে ২ লাখ মেট্রিকটন পচা নষ্ট গম আমদানি করেছে। অন্যদিকে দেশের কৃষকরা গমের মূল্য পাচ্ছে না। দেশে সরকার গম ক্রয় করছে এমপিদের পছন্দসই লোকদের কাছ থেকে। তিনি অবিলম্বে গম কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান এবং কৃষকদের কাছ থেকে গম ক্রয় ও বিনা সুদে গম উৎপাদনের জন্য ঋণ দেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তৃতায় সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, পঁচা গম আমদানির সাথে জড়িত খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।