প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুযেত নগরীর
একটি মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েত
এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করতে তাঁর সরকারের প্রতিশ্রুতি
পুনর্ব্যক্ত করেছেন।
তিনি
শনিবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল সাবাহ’র
কাছে পাঠানো এক বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রী এবং বোমা হামলায় হতাহতদের
পরিবারের সদস্যদের ও সে দেশের ভ্রাতৃপ্রতিম সকল জনগণের প্রতি তার গভীর শোক ও
আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
বার্তায়
তিনি এই হামলার ঘটনাকে খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন। এই
জঘন্য হামলায় ২৭ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়। জুম্মার নামাজ শেষে কুয়েতের আল
সাবার জেলায় ইমাম আল সাদিক মসজিদে এই বোমা হামলার ঘটনা ঘটে।
শেখ
হাসিনা বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, বাংলাদেশের জনগণ
সন্ত্রাসের বিরুদ্ধে আপনার লড়াইয়ে সংহতি প্রকাশে আমার সঙ্গে আছে। বার্তায়
তিনি আরো বলেন, বাংলাদেশ যে কোন সন্ত্রাসের নিন্দা জানায়।
শেখ
হাসিনা বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল
সাবাহ’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভ্রাতৃপ্রতিম কুয়েতি জনগণের সুখ ও
অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। খবর বাসস।