২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়ার সুযোগ নেই: ইনু

S M Ashraful Azom
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৯ সালে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির নির্বাচন হবে। এতে গণতন্ত্রের অচল মাল সচল হওয়ার কোনো সুযোগ নাই। আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সেই নির্বাচনে অংশগ্রহণের কোনো ‍সুযোগ থাকবে না।
 
শনিবার জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।
 
ইনু বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যত নির্ধারিত হয়ে গেছে। সেটা হচ্ছে, আপনাকে রাজনীতির বাইরে থাকতে হবে। আদালতে দাঁড়াতে হবে। কোনো দিনই বাংলাদেশে রাজাকার সমর্থিত, সামরিক সমর্থিত কেউ ক্ষমতায় আসবে না। শেখ হাসিনার বিকল্প আগুন সন্ত্রাস সমর্থিত খালেদা জিয়া কখনোই নন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top