
উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যেও ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত হলো।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম
আনিসুর রহমান জানান, এই ৩৭ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। বুধবার
বা বৃহস্পতিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত
আনার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত ২৯ মে মায়ানমারের জলসীমা থেকে সে দেশের
নৌ-বাহিনী ৭২৭ জনকে উদ্ধার করে। এদের অধিকাংশই বাংলাদেশি ও মায়ানমারের
রোহিঙ্গা বলে দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।