উদ্ধারকৃতদের মধ্যে আরো ৩৭ বাংলাদেশি শনাক্ত

S M Ashraful Azom
ডেস্ক: মায়ানমারের জলসীমা থেকে উদ্ধারকৃতদের মধ্যে আরো ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ২১ মে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জনকে উদ্ধার করে মায়ানমারের নৌ-বাহিনী। মায়ানমার কর্তৃপক্ষ প্রথম থেকে এদের মধ্যে ২০০ জনকে বাংলাদেশি বলে দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে নানাভাবে যাচাই-বাছাই শেষে ৮ জুন ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দেশে ফেরত আনা হয়। পরে অবশ্য ওই ১৫০ জনের মধ্যে দুই জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়।
উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যেও ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত হলো। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান জানান, এই ৩৭ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। বুধবার বা বৃহস্পতিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত ২৯ মে মায়ানমারের জলসীমা থেকে সে দেশের নৌ-বাহিনী ৭২৭ জনকে উদ্ধার করে। এদের অধিকাংশই বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গা বলে দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top