
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের যে স্বপ্ন দেখছিল বাংলাদেশের ক্রিকেটপাগল দর্শকরা, তা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বল, উইকেট এবং রান রেটের হিসাবে টাইগারদের এই স্বপ্ন দেখাটাই স্বাভাবিক।
আর এই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট পৌঁছে যাবে এভারেস্ট উচ্চতায়।
আর এই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট পৌঁছে যাবে এভারেস্ট উচ্চতায়।
তামিম ইকবাল ১৩, সৌম্য সরকার ৩৪, লিটন কুমার দাস ৩৬ এবং মুশফিকুর রহিম ৩১ রান করে আউট হন।
তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং জুটি ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। তবে তাদের ৩৪ রানের জুটি বিচ্ছিন্ন হয় সপ্তম ওভারে। কুলকার্নির বলে তামিম ক্যাচ দেন ধাওয়ানের হাতে। তিনি ১৩ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ রান যোগ করেন সৌম্য ও লিটন। দলীয় ৮৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিনের নিচু হয়ে আসা বলে সৌম্য এলবির ফাঁদে পড়েন। সৌম্য ৪৭ বলে ৩৪ রান করেন।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ঠিক হয় ৪৭ ওভার। ভারত অলআউট হয়েছিল ২০০ রানে। কিন্তু বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট হয় ২০০ রানই।
এর আগে ধাওয়ানের ৫৩, ধোনির ৪৭, কোহলির ২৩, রায়নার ৩৪ ও জাদেজার ১৯ রানে ভারত ২০০ রান করে। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ৪৩ রানে ৬টি উইকেট নেন। নাসির- রুবেল নেন ২টি করে উইকেট।