ঈদের কাউন্টডাউন
এরই ভেতরে শুরু হয়ে গেছে। তবে স্যাটেলাইট চ্যানেলের বিভিন্ন শুটিংয়ে এরই
ভেতরে তারকারা ক্যামেরার সামনে ‘ঈদ মোবারক’ বলে তাদের দর্শকদের শুভেচ্ছাও
জানিয়ে ফেলেছেন। যা আসছে ঈদে দেখা যাবে বিভিন্ন চ্যানেলে।
অগ্রীম এই ধারণকার্য কসরত করেই চ্যানেলওয়ালারা দর্শকদের জন্য রেকর্ড করে থাকেন। সেই ধারাবাহিক কর্মসূচির প্রক্রিয়া হিসেবেই এরই ভেতরে ঈদ অনুষ্ঠান ধারণ সবার আগে শেষ করে ফেলেছে বাংলাভিশন। ওপরের ছবিতে মডেল-অভিনেত্রী নাদিয়া, মোশাররফ করিম, শখ ও বাংলাভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ অভিনেতা-নির্মাতা শামীম শাহেদ
অগ্রীম এই ধারণকার্য কসরত করেই চ্যানেলওয়ালারা দর্শকদের জন্য রেকর্ড করে থাকেন। সেই ধারাবাহিক কর্মসূচির প্রক্রিয়া হিসেবেই এরই ভেতরে ঈদ অনুষ্ঠান ধারণ সবার আগে শেষ করে ফেলেছে বাংলাভিশন। ওপরের ছবিতে মডেল-অভিনেত্রী নাদিয়া, মোশাররফ করিম, শখ ও বাংলাভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ অভিনেতা-নির্মাতা শামীম শাহেদ