স্পোর্টস
ডেস্ক: প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে কোপা আমেরিকা অভিযান শুরু করে
আর্জেন্টিনা। দুই গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় ম্যাচে
খেলোয়াড় বদলি করা নিয়ে সমালোচনা হয় মার্তিনোর।
ম্যাচের ৭৪তম মিনিটে হাভিয়ের পাস্তোরে ও সের্হিও আগুয়েরোকে মাঠ থেকে
তুলে নেন আর্জেন্টিনার কোচ। তাদের পরিবর্তে তিনি মাঠে নামান গনসালো
হিগুয়াইন ও কার্লোস তেভেসকে।
লা সেরেনায় বাংলাদেশ সময় বুধবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগের
দিনের সংবাদ সম্মেলনে মার্তিনোকে এই খেলোয়াড় বদল নিয়ে কথা বলতে হয়। পরের
ম্যাচেও এমন ঝুঁকি তিনি নেবেন কিনা-এই প্রশ্নও শুনতে হয়েছে তাকে।
মার্তিনো এর সোজা-সাপ্টা উত্তরই দেন।”আমি আবার এটা করব কিনা? এখন এর
উত্তর দেওয়া খুব কঠিন। ঝুঁকি নেওয়া কখন জুতসই হবে আর কখন হবে না – এ
সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে।”
প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করে
আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ উরুগুয়ে। কোপা আমেরিকার বর্তমান
চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলেই মনে করেন আর্জেন্টিনা কোচ।
“এটা ক্লাসিকো। খুব গুরুত্বপুর্ণ একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ
(২০১০ বিশ্বকাপ) থেকে দারুণ এক চক্রে আছে উরুগুয়ে এবং তারা খেলার ভিন্ন
কয়েকটি পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারে।”
দিয়েগো ফোরলান উরুগুয়ের এই দলে আর নেই। নিষেধাজ্ঞার কারণে কোপা আমেরিকায়
খেলতে পারছেন না লুইস সুয়ারেসও। এই দুজনের না থাকাটা আর্জেন্টিনার জন্য
ভালো বলেই মনে করেন মার্তিনো।