নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে বুধবারের ভূমিধসে নিহতের সংখ্যা
বেড়ে ৩৬য়ে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে
২৭ জনের বেশি মানুষ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ‘নেপালি টাইমস’ পত্রিকাটি জানিয়েছে, বুধবার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশের তাপলেজুং জেলার বিভিন্ন গ্রামে ভূমিধস আঘাত হানে। তবেেএতে থিংলয়া, খোকলিং ও লিংতেপ গ্রামের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার আরো ছয়টি মৃতদেহ উদ্ধার করার পর দেশটিতে ভূমিধসে মৃতের সংখ্যা ৩৬য়ে গিয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে একই পরিবার থেকে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছে আরো ১০ জন। এদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর।নেপালে প্রতিবছর ভূমিকম্প এবং ভূমিধসের মত প্রাকৃতিক দুর্যোগে বহু লোক মারা যায়। গত ২৫ এপ্রিল দেশটিতে আঘাত হেনেছিল ভয়াবহ ভূমিকম্প। এতে ৮ হাজার ৭শ মানুষ প্রাণ হারিয়েছিল এবং ধ্বংস হয়েছিল পাঁচ লাখের মত ঘরবাড়ি। ওই দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই এই ভূমিধস আঘাত হানল।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ‘নেপালি টাইমস’ পত্রিকাটি জানিয়েছে, বুধবার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশের তাপলেজুং জেলার বিভিন্ন গ্রামে ভূমিধস আঘাত হানে। তবেেএতে থিংলয়া, খোকলিং ও লিংতেপ গ্রামের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার আরো ছয়টি মৃতদেহ উদ্ধার করার পর দেশটিতে ভূমিধসে মৃতের সংখ্যা ৩৬য়ে গিয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে একই পরিবার থেকে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছে আরো ১০ জন। এদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর।নেপালে প্রতিবছর ভূমিকম্প এবং ভূমিধসের মত প্রাকৃতিক দুর্যোগে বহু লোক মারা যায়। গত ২৫ এপ্রিল দেশটিতে আঘাত হেনেছিল ভয়াবহ ভূমিকম্প। এতে ৮ হাজার ৭শ মানুষ প্রাণ হারিয়েছিল এবং ধ্বংস হয়েছিল পাঁচ লাখের মত ঘরবাড়ি। ওই দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই এই ভূমিধস আঘাত হানল।