‘রকেট’ সন্ধ্যায় সোহম-মীম

S M Ashraful Azom

11412360_10200406821930941_2613574483563620400_nবিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়ক সোহম ঢাকায় আসছেন, এমন খবর গেল কয়েকদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। তাই তাকে নিয়ে বাড়তি আগ্রহটাও চোখে পরার মতো ছিলো। সে যাই হোক বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে ‘আমার প্রেম তুমি’ নামে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পারছিলেন কলকাতার নায়ক সোহম। সম্প্রতি থাইল্যান্ডে ছবিটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে ‘রকেট’ নামে একটি যৌথ প্রযোজনার ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার এক ঝটিকা সফরে থাইল্যান্ড থেকে ঢাকায় আসেন সোহম।
সোমবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে বেশ খানিকটা পর রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হয় ‘রকেট’ ছবির মহরত অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সঙ্গে ছিলেন ‘রকেট’ ছবির নায়ক সোহম, নায়িকা বিদ্যা সিনহা মীম , পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুসহ আরো অনেকে।
সোহম-মিমঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘পাইরেসির কারণে প্রযোজকরা লাভবান হতে পারছে না, তাই সরকার পাইরেসি বন্ধের জন্যে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। তাছাড়া ইউটিউবে ছবির পাইরেসি বন্ধ করতে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এদিকে অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় নায়ক সোহম বলেন, ‘আমার দাদুর বাড়ি ছিল ময়মনসিংহে। এ কারণে বাংলাদেশে আসার ইচ্ছা আমার বহুদিনের। তবে ছবির কাজে আসতে পেরে ভাল লাগছে।’
তিনি আরো বলেন, ‘সবাই বলছে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা ভাল নয়। আসলে আমাদের কলকাতার অবস্থা যে খুব ভালো, তা নয়। তবে ভাল কাজ দিয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করা সম্ভব। আর এটা কারো একার পক্ষে সম্ভব নয়।’
অন্যদিকে মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বলেন, ‘ব্যক্তিগতভাবে সোহমের অনেক বড় ফ্যান আমি। একারণে ছবিটি নিয়ে আগ্রহও বেশি আমার। তাছাড়া ছবির পরিচালক রাজা চান্দের সঙ্গে বিজ্ঞাপনের কাজ করেছি। আশা করছি, সবাই মিলে ভাল একটা ছবি উপহার দিতে পারব।’
উল্লেখ্য, দুই বাংলার ছবি ‘রকেট’ যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের রাজা চান্দ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top