সোমবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে বেশ খানিকটা পর রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হয় ‘রকেট’ ছবির মহরত অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সঙ্গে ছিলেন ‘রকেট’ ছবির নায়ক সোহম, নায়িকা বিদ্যা সিনহা মীম , পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুসহ আরো অনেকে।
এদিকে অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় নায়ক সোহম বলেন, ‘আমার দাদুর বাড়ি ছিল ময়মনসিংহে। এ কারণে বাংলাদেশে আসার ইচ্ছা আমার বহুদিনের। তবে ছবির কাজে আসতে পেরে ভাল লাগছে।’
তিনি আরো বলেন, ‘সবাই বলছে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা ভাল নয়। আসলে আমাদের কলকাতার অবস্থা যে খুব ভালো, তা নয়। তবে ভাল কাজ দিয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করা সম্ভব। আর এটা কারো একার পক্ষে সম্ভব নয়।’
অন্যদিকে মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বলেন, ‘ব্যক্তিগতভাবে সোহমের অনেক বড় ফ্যান আমি। একারণে ছবিটি নিয়ে আগ্রহও বেশি আমার। তাছাড়া ছবির পরিচালক রাজা চান্দের সঙ্গে বিজ্ঞাপনের কাজ করেছি। আশা করছি, সবাই মিলে ভাল একটা ছবি উপহার দিতে পারব।’
উল্লেখ্য, দুই বাংলার ছবি ‘রকেট’ যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের রাজা চান্দ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।