তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫

S M Ashraful Azom


জেলার তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালি পাথর উত্তোলন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন
সোমবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সোহাগ মিয়াসহ তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল সাংবাদিক কামাল হোসেনসহ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে
এদিকে সংঘর্ষের সময় দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা মোবাইল ছিনিয়ে নিয়েছে সংঘর্ষকারীরা
পুলিশ স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাগটিয়া গ্রামের বালু খেকো মনির উদ্দিন মেম্বারের ছেলে সুরহান মিয়া, দিলকুশ মিয়ার ছেলে রহিছ মিয়া, কুদ্দু ছোবাহানের ছেলে নাসির উদ্দিন তাজ উদ্দিনের নেতৃত্বে যাদুকাটা নদীর গুচ্ছ গ্রামের সরকারি পুকুর পার কেটে বালি পাথর উত্তোলন করে শতাধিক নৌকা বোঝাই করা হচ্ছিল। সময় বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের ভাই সোহাগ মিয়া, রিপন মিয়া সেলিম মিয়া তাদের লোকজন নিয়ে নদীর তীরের মালিক দাবি করে বাঁধা দিলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়
খবর পেয়ে দৈনিক সংবাদের সাংবাদিক কামাল হোসেন ফটো তুলতে গেলে বালি পাথার খেকো সুরহান মিয়া, রহিছ মিয়ার গ্রুপের লোকজন হামলা চালিয়ে ক্যামেরা মোবাইল ছিনিয়ে নেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধভাবে বালি পাথার উত্তোলন বন্ধ করে দেয়
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top