স্বাস্থ্যসেবায় চিকিৎসকদেরকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে: নাসিম

S M Ashraful Azom
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সীমিত সম্পদ দিয়ে দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্য সেক্টরের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা: ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: কামরুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, দরিদ্র মানুষকে সেবা দেয়ার জন্য আমরা কাজ করছি। জনগণকে সেবা দিতে হবে। এক্ষেত্রে কোন কিছুর সঙ্গে আপস করা যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ । শেখ হাসিনার দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার বিচার হয়েছে। একাত্তরের ঘাতকদের বিচার চলছে। কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। সরকার জঙ্গি দমন করেছে। দারিদ্র্য বহুলাংশে হ্রাস পেয়েছে। সব ধরনের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করেই দেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top