নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগ এনে পুলিশের দায়ের করা ৫৬ মামলায় বিএনপি নেতাদের জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনগুলো করা হয়।
যে সকল নেতাদের জামিন আদেশ স্থগিত চাওয়া হয়েছে, তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও দলের যুগ্ন মহাসচিব আমান উল্লাহ আমানকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
তাদের জামিন আবেদনের প্রেক্ষিতে গত ৯ জুলাই বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাদেরকে ৫৬টি মামলায় জামিন দেন।
এর মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের ৪২ মামলা, এমকে আনোয়ারের ৯ মামলা, তরিকুল ইসলামের ৪ মামলা ও আব্দুল আউয়াল মিন্টুর ১ মামলায় আপিল করা হয়েছে।