আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. নূর ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ১৫ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৬ জনকে, পীরগাছা ও কাউনিয়া থানা পুলিশ ৪ জন করে, মিঠাপুকুর, বদরগঞ্জ ও পীরগঞ্জ থানা পুলিশ ২ জন এবং তারাগঞ্জ থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।