বজ্রপাতে মৃত গরুর মাংস বিক্রিকালে আটক ২

S M Ashraful Azom
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বজ্রপাতে মৃত একটি গরু জবাই করে মাংস বিক্রির সময় দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, তোরাবগঞ্জ বাজারের ‘বাহার কসাইয়ের গোস্ত দোকান’ কর্মচারী মো. নজির (৩৫) ও মোস্তফা (৪০)।
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে মতিরহাট বেড়িবাঁধের ওপর গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায় স্কুলছাত্র কামরুল (১০)। বজ্রপাতে গরুটিও ‍মারা যায়। পরে ওই গরু নিয়ে যায় আটক দুই জন।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top