শফিকুল ইসলাম: রৌমারী সীমান্তে আন্তর্জাতিক সীমানার নো-ম্যান্স ল্যান্ডে বাংলাদেশের অভ্যন্তরে হলহলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেলা মর্গে প্রেরণ করেছেন। শুক্রবার (২৭ জুন) রাত ৮টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু চড়াতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে বিষয়টি বিজিবিকে খবর দিলে তারা রাতেই ঘটনাস্থল যান এবং পুলিশকে অবগত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন:
দাঁতভাঙ্গা ইউনিয়নের স্থানীয় মেম্বার মো. হাবিবুর রহমান বলেন, হলহলিয়া নদীতে এক নারীর লাশ ভাসছে সংবাদ শুনেছি। পরে স্থানীয় থানা পুলিশ ও বিজিবি সংবাদ পেয়ে সীমান্তবর্তী নদী থেকে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, সীমান্তের কাছাকাছি হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সম্ভবত কয়েকদিন আগের, তাই শরীরের বিভিন্ন অংশগুলো খসে পড়েছে। শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছিল বলে সংবাদ পাই। সেখানে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।