স্যামসাং মনিটরে যুক্ত হলো ওয়্যারলেস চার্জিং সুবিধা

S M Ashraful Azom
স্মার্টফোনসহ বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসেই এখন যুক্ত হতে শুরু করেছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই সুবিধা গ্রহণ করার জন্য ওয়্যারলেস চার্জিংয়ের পোর্ট সংযুক্ত করে ফার্নিচারও তৈরি হয়েছে। এবারে ওয়্যারলেস চার্জিংয়ের এ সুবিধা গ্রহণ করতে ওয়্যারলেস চার্জিং পোর্ট বা স্টেশন যুক্ত হয়েছে মনিটরে। স্যামসাংয়ের নতুন এক মডেলের মনিটরে যুক্ত করা হয়েছে এমন ওয়্যারলেস চার্জিং স্টেশন। এসই৩৭০ মডেলের এই মনিটরে ওয়্যারলেস চার্জিং স্টেশন থাকার কারণে এই মনিটর থেকেই চার্জ করা যাবে স্মার্টফোনসহ বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস। গতকাল আনুষ্ঠানিকভাবে এই মনিটরকে প্রযুক্তিবিশ্বের সামনে পরিচিত করে স্যামসাং। এসময় তারা জানায়, তাদের এসই৩৭০ বিশ্বের প্রথম মনিটর যাতে ওয়্যারলেস চার্জিংয়ের এই সুবিধা যুক্ত হয়েছে। স্যামসাং মনিটরের ওয়্যারলেস চার্জিং স্টেশনের মাধ্যমে স্মার্টফোন বা অন্য কোনো গ্যাজেট তারহীনভাবে চার্জ করার জন্য ‘চাই’ (Qi) ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড সমর্থিত হতে হবে। ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডাব্লিউপিসি) উদ্ভাবিত এই তারহীন চার্জিংয়ের এই স্ট্যান্ডার্ড এরই মধ্যে সমাদৃত হয়েছে প্রযুক্তিবিশ্বে। স্যামসাং, সনি, এলজি, এইচটিসি, হুয়াওয়ের মতো সব স্মার্টফোন নির্মাতা এই স্ট্যান্ডার্ডকেই সংযুক্ত করেছে তাদের ডিভাইসগুলোতে। স্যামসাংয়ের সর্বশেষ মডেলের গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজে রয়েছে ‘চাই’ ওয়্যারলেস চার্জিং ফিচার। এর বাইরে ওপরে উল্লিখিত স্মার্টফোন নির্মাতাদের বেশকিছু মডেলের স্মার্টফোনেও রয়েছে এই ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড সমর্থন। স্মার্টফোন ছাড়াও স্মার্ট হাতঘড়ি, স্মার্ট ব্যান্ডের মতো মোবাইল ডিভাইসেও ‘চাই’ ওয়্যারলেস চার্জিং সুবিধা যুক্ত রয়েছে। স্যামসাংয়ের নতুন এই মনিটর অবশ্য ওয়্যারলেস চার্জিং ছাড়াও মনিটর হিসেবে এগিয়ে থাকবে নানা বিচারেই। যেমন—এর ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন বিশেষভাবে ভিডিও গেমের জন্য উপযোগী। এর রেসপন্স টাইম ৪ মিলিসেকেন্ড, যা শাটার ও ল্যাগের সময়ও গ্রাফিক্সে কোনো ধরনের প্রভাব ফেলবে না। ম্যাক ওএসএক্স ও উইন্ডোজ ১০ সমর্থিত মনিটরটিতে ‘আই সেভার’ নামে একটি বিশেষ মোড রয়েছে যা মনিটর থেকে চোখকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। এই মনিটরের নানা ধরনের ফিচার তুলে ধরলেও এর মূল্য বা এটি কবে নাগাদ বাজারে বিক্রির জন্য উন্মুক্ত হবে, তেমন কোনো তথ্য জানায়নি স্যামসাং।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top