কিছুদিন আগেই মার্ভেল কমিকসের নতুন ছবি
মুক্তি পেল। ছবিটি ছিল অ্যাভেঞ্জার-এর সিক্যুয়াল। পুরো বিশ্বের সঙ্গে তাল
মিলিয়ে ছবিটি মুক্তি পায় বাংলাদেশেও। গত ১৭ জুলাই মুক্তি পেয়েছে মার্ভেল-এর
নতুন আরও একটি সুপার হিরো চলচ্চিত্র।
‘অ্যান্ট-ম্যান’ শিরোনামে ছবিটি আগামী শুক্রবার আসছে স্টার সিনেপ্লেক্সে। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন এ সুপারহিরোকে দেখতে পারবে বাংলাদেশের দর্শকরাও। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন পেটন রিড জো ও অ্যান্থনি রুশো। অভিনেতা পল রুদকে দেখা যাবে অ্যান্ট-ম্যান হিসেবে।
ছবির গল্পে দেখা যাবে, একজন ডাক্তারের আবিষ্কার নিয়ে এর গল্প। এতে আরও অভিনয় করেছেন ইভানজেলাইন লিলি, করাই স্টলসহ অনেকে।
‘অ্যান্ট-ম্যান’ শিরোনামে ছবিটি আগামী শুক্রবার আসছে স্টার সিনেপ্লেক্সে। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন এ সুপারহিরোকে দেখতে পারবে বাংলাদেশের দর্শকরাও। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন পেটন রিড জো ও অ্যান্থনি রুশো। অভিনেতা পল রুদকে দেখা যাবে অ্যান্ট-ম্যান হিসেবে।
ছবির গল্পে দেখা যাবে, একজন ডাক্তারের আবিষ্কার নিয়ে এর গল্প। এতে আরও অভিনয় করেছেন ইভানজেলাইন লিলি, করাই স্টলসহ অনেকে।