বাকৃবি বন্ধ ঘোষণা

S M Ashraful Azom


বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পবিত্র ঈদুল ফিতরের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে আগামী সোমবার থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তবে হল খালি হবে কি না বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক তথ্য জানান।

জানা গেছে, জুলাই বাকৃবি শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী ২১ নং বয়রা ইউনিয়নের চেয়্যারম্যান আব্দুল মালেককে লাঞ্ছিত করে। ঘটনার প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। পরে তারা কয়েক দফা বিশ্ববিদ্যালয়ে হামলা চালাতে আসলেও পুলিশি নজরদারির কারণে ব্যর্থ হয়।

আজ সোমবার চেয়ারম্যানসহ এলাকাবাসী উপাচার্যের সঙ্গে বৈঠকে বসলেও সার্বিক অবস্থার কোনো সুরাহা হয়নি। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

এদিকে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অনিবার্য কারণ দেখিয়ে ঈদুল ফিতরের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে সোমবার থেকে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। যদিও ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ঈদের ছুটি হওয়ার কথা ছিল।

সোমবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের তিনটি অনুষদের সেমিস্টার পরীক্ষাও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এসব পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে।

এদিকে হল খোলা থাকবে কি না ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. মিজানুর রহমান

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top