সাব-স্টেশনের ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে রবিবার বিদ্যুত্ বিভ্রাটে পড়েছে সংসদ সচিবালয়।
দুপুর
৩টার কিছু আগে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর সঙ্গে সঙ্গে
বিদ্যুিবহীন হয়ে পড়ে সংসদ ভবন। তবে বিকল্প ব্যবস্থায় কিছু ব্লকে
খানিকক্ষণের মধ্যে বিদ্যুত্ ফিরে আসে।
বিস্ফোরণের প্রায় আধা ঘণ্টা আগে সংসদ অধিবেশন দিনের মতো শেষ হয়।