গাজায়
ইসরাইলি বিমান হামলা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনে নিন্দা প্রস্তাবে
ভোটের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলেন ইসরাইলি
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্লেখ্য, জাতিসংঘের এই নিন্দা
প্রস্তাবে ভোট দানে বিরত ছিল ভারত।
শুধু মোদীই নয় অন্যান্য বিশ্ব নেতাদের সাথেও ফোনে কথা বলেন নেতানিয়াহু।
গত
বছর গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে শুক্রবার জেনেভায় জাতিসংঘের
মানবাধিকার কমিশনে একটি নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত।
ভারতের এই অবস্থান মধ্যপ্রাচ্য নিয়ে দেশটির নীতি পরিবর্তনের ইঙ্গিতবহ বলে
মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ভারত সব সময়ই ফিলিস্তিনের ওপর ইসরাইলি
আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল।
তবে
ফিলিস্তিন নীতিতে পরিবর্তনের কথা অস্বীকার করেছে নয়া দিল্লি। এই প্রস্তাব
ইসরাইলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতো বলে ভোটদানে বিরত
থাকার কথা বলে ভারত।
প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ৪২ টি দেশ। যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে আর ভারতসহ পাঁচটি দেশ ভোটদানে বিরত থাকে। সূত্র: এনডিটিভি