ঈদ উপলক্ষে ‘ফ্লাই থাই উইথ হুয়াই’ নামের
ফেসবুক প্রতিযোগিতার আয়োজন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই।
এর আওতায় ফোন কিনে ১০ জন বিজয়ী থাইল্যান্ডে ৩ দিন ২ রাত বেড়ানোর সুযোগ
পাবেন।
অংশগ্রহণ করতে আগ্রহীদের হুয়াই সেট কিনতে হবে। এরপর ‘শপফি’ (শপিংয়ের সময় তোলা সেলফি) তুলে তাদের টাইমলাইনে পোস্ট করে হুয়াই ডিভাইস বাংলাদেশের ফেসবুক পেজকে ট্যাগ এবং #HuaweiEid হ্যাশ ট্যাগ করতে হবে। আইএমইআই নাম্বারসহ ইনভয়েসের ছবি, কন্টাক্ট নাম্বার, নাম এবং সেলফি লিংকটি পেজটির ইনবক্সে ঈদ পর্যন্ত পাঠানো যাবে।
অংশগ্রহণ করতে আগ্রহীদের হুয়াই সেট কিনতে হবে। এরপর ‘শপফি’ (শপিংয়ের সময় তোলা সেলফি) তুলে তাদের টাইমলাইনে পোস্ট করে হুয়াই ডিভাইস বাংলাদেশের ফেসবুক পেজকে ট্যাগ এবং #HuaweiEid হ্যাশ ট্যাগ করতে হবে। আইএমইআই নাম্বারসহ ইনভয়েসের ছবি, কন্টাক্ট নাম্বার, নাম এবং সেলফি লিংকটি পেজটির ইনবক্সে ঈদ পর্যন্ত পাঠানো যাবে।