হুয়াই’র ঈদ শপফি কনটেস্ট

S M Ashraful Azom
ঈদ উপলক্ষে ‘ফ্লাই থাই উইথ হুয়াই’ নামের ফেসবুক প্রতিযোগিতার আয়োজন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই। এর আওতায় ফোন কিনে ১০ জন বিজয়ী থাইল্যান্ডে ৩ দিন ২ রাত বেড়ানোর সুযোগ পাবেন।

অংশগ্রহণ করতে আগ্রহীদের হুয়াই সেট কিনতে হবে। এরপর ‘শপফি’ (শপিংয়ের সময় তোলা সেলফি) তুলে তাদের টাইমলাইনে পোস্ট  করে হুয়াই ডিভাইস বাংলাদেশের ফেসবুক পেজকে ট্যাগ এবং #HuaweiEid  হ্যাশ ট্যাগ করতে হবে। আইএমইআই নাম্বারসহ ইনভয়েসের ছবি, কন্টাক্ট নাম্বার, নাম এবং সেলফি লিংকটি পেজটির ইনবক্সে ঈদ পর্যন্ত পাঠানো যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top