ব্র্যাক বকশীগঞ্জ এরিয়া অফিসের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া সোমবার অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ ব্র্যাক এরিয়া অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ব্র্যাক দাবির এরিয়া ব্যবস'াপক এনামুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন ব্র্যাক প্রগতির ব্যবস'াপক আব্দুর রফিক,জামালপুরের এইচআইডি জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ব্যবস'াপক আব্দুল আজিজ, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির প্রতিনিধ মানিক মিয়া, ব্র্যাক পেইস কর্মসূচির মোস্তফা জামান, হিসাব রক্ষক মজিবর রহমান, রাশিদুল আল আমিন রঞ্জু প্রমুখ।