নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক খুন

S M Ashraful Azom
নারায়ণগঞ্জ শহরের একটি হোসিয়ারিতে দুই জন শ্রমিকের মধ্যে মারামারিতে এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের করিম মার্কেট এলাকায় অবস্থিত সিয়াম ফ্যাশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজন প্রথমে তর্ক এবং পরে মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারির এক পর্যায়ে একজন আরেকজনের গলা বরাবর ঘুষি মারলে এই ঘটনা ঘটে।
 
নিহত শ্রমিকের নাম শরীফ হোসেন বকুল (২০)। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে মূল অভিযুক্তসহ প্রতিষ্ঠানটির ৫ শ্রমিককে আটক করেছে। আটকরা হলেন প্রতিষ্ঠানটির শ্রমিক জামান, আলতাফ, রাকিব, সোহাগ এবং মিজানুর। এদের মধ্যে নিহত বকুলের সঙ্গে জামানের তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
 
আটক শ্রমিক জামান জানায়, দুপুরে কাজ করার সময় বকুল উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। ওই সময় আমি (জামান) তাকে গান বন্ধ করতে বলি। কিন্তু বকুল তা না করে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমরা উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ি। এক পর্যায়ে বকুল আমাকে নিচে ফেলে আমার উপরে উঠে মারধর করতে থাকে। তখন আমি বকুলের গলা বরাবর ঘুষি মারলে বকুল ঢলে পড়ে। পরে কারাখানার অন্য শ্রমিকরা বকুলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
 
সদর মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top