দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নগরী জোহানেসবার্গের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০০ জন আহত হয়েছে। খবর এএফপি’র। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টায় (গ্রিনিচ মান সময় ৪টা ৩০) বুইসেন্স স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইআর -২৪ প্যারামেডিক সার্ভিসের এক মুখপাত্র বলেন, এই ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ওই মুখপাত্র আরো জানান, আহতদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।