২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার পরপরই নির্দেশনা অনুযায়ী মোবাইলের
কলরেট এবং ইন্টারনেটের উপর বাড়তি কর কাটা শুরু করেছিল মোবাইল অপারেটররা। গত
মঙ্গলবার ইন্টারনেটের উপর সেই শুল্ক ২ শতাংশ কমিয়ে বাজেট পাশ করা হয়। ফলে
নতুন করে রাজস্ব বোর্ডের এসআরও পেয়ে অপারেটররা তা কার্যকর করতে শুরু করেছে।
কিন্তু ইন্টারনেটের উপর কর কমলেও, ফোন কলের উপর এখনও আগের মত কলরেট রয়েছে।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সিম বা রিম মাধ্যমে ইন্টারনেট সেবায় ধার্য করা ৩
শতাংশ সম্পূরক শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর করার নির্দেশনা দেয় জাতীয়
রাজস্ব বোর্ড(এনবিআর)।নির্দেশনা অনুযায়ী অপারেটরগুলো তাদের বিলিং সিস্টেম
আপডেট করে নতুন করে ৩ শতাংশ সম্পূরক শুল্ক বিলের মধ্যে যোগ করে দেয়। তবে
এখন আবার নতুন করে সেই বিল অনুযায়ী কম করে কর কাটা হচ্ছে।
তবে গ্রাহকরা এখনই খুব খুশী হতে পারছে না। কারণ তাই শুধু ডাটার ব্যবহার
ছাড়া গ্রাহকরা তাদের কথা বলা, এসএমএস, এমএমএস এবং সব ধরনের ভ্যালু অ্যাডেড
সার্ভিসের জন্য সেই বাড়তি ৫% কর দিয়েই কাজ সাড়তে হচ্ছে।
গ্রাহককে কতটুকু কর দিতে হবে সেসবের হিসাব নিকাশে আসি। গ্রাহক আগে যেখানে
১০০ টাকা খরচের পর ১৫ টাকা ভ্যাট দিতেন এখন এ ১১৫ টাকার ওপর গ্রাহককে আরও ৫
শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। ফলে তাকে আরও ৫ দশমিক ৭৫ টাকা বেশি খরচ
করতে হবে। সব মিলে একশ টাকার সেবায় গ্রাহককে গুনতে হবে ১২০ দশমিক ৭৫ টাকা।
ঠিক তেমনটাই হচ্ছে মোবাইলের কলরেটের ক্ষেত্রেও।১০০ পয়সা বিলের যায়গায় ব্যবহারকারীদের কলরেট কেটে নেবে ১০৫ পয়সা।