বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সাহা বলেছেন, মামলার তারিখ দীর্ঘায়িত করে বিচার কাজ বিলম্বিত করা কোনভাবেই বরদাশত করা হবে না।
রবিবার দিনব্যাপী নারায়ণগঞ্জ আদালতের বিচারকাজ পরিদর্শন শেষে বিকেলে জেলায় কর্মরত বিচারকদের সঙ্গে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি স্বল্প দিনের ব্যবধানে মামলার তারিখ দেয়ার নির্দেশ দেন।
গাড়ি পোড়ানো মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে এসকে সাহা বলেন, ‘পুলিশের দুর্বল তদন্তের কারণে বিচার বিভাগ নিয়ে রাজনীতিবিদরা অভিযোগের সুযোগ পায়। রাজনীতিবিদরা প্রায়ই বলে থাকেন, রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আর পুলিশের দুর্বল তদন্তের কারণে অনেক আসামি আইনের ফাঁক গলে জামিন পেয়ে যায়।’
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জজ সৈয়দ এনায়েত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বক্তব্য রাখেন।
এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।