শিবগঞ্জে ১০ হাজার কেজি চাল আটক

S M Ashraful Azom
জেলার সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা দুটি ট্রাক থেকে ১০ হাজার কেজি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
বিজিবি জানায়, চালানটি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল।
 
জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১০ টার দিকে সোনামসজিদ বিওপি’র চেক পোস্টে স্থল বন্দর থেকে ছেড়ে আসা দুটি ট্রাকের চাল ওজন করে বিজিবি। এ সময় ১০ হাজার কেজি অতিরিক্ত চাল পাওয়া যায়। প্রায় তিন লাখ টাকা মূল্যের অতিরিক্ত এই চাল জব্দ করে শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দিয়েছে বিজিবি।
 
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. মিন্নাত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top