লতিফ সিদ্দিকীকে নিয়ে ইসিতে স্পিকারের চিঠি

S M Ashraful Azom
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বরাবর এ চিঠি প্রেরণ করা হয়। বিকাল সাড়ে ৩টায় বিশেষ বাহক মারফত প্রেরিত চিঠিটি সিইসির দফতরে গ্রহণ করা হয়।
 
ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান বলেন, সংসদ সচিবালয়ের আইন শাখা বিকালে চিঠিটি পাঠিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের বিষয়টি জানানো হয়েছে।
 
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, সার্বিক বিষয় পর্যালোচনার জন্য আমরা বসব। এক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আগের নজিরগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, গতকাল শেষবেলায় কমিশনে চিঠিটি আসায় এ নিয়ে কমিশনাররা বৈঠকে বসেননি। আজ মঙ্গলবার কিংবা পরে তারা এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
 
ইসি কর্মকর্তারা জানান, অতীতের কিছু উদাহরণ অনুসরণ করলে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে থাকার সুযোগ থাকতে পারে লতিফ সিদ্দিকীর। তবে তিনি দল থেকে বহিষ্কৃত হওয়ায় সে সুযোগও এখন আর নেই।
 
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রে সফরকালে হজ্জ নিয়ে মন্তব্যের জের ধরে সমালোচনার মুখে পড়েন আব্দুল লতিফ সিদ্দিকী। পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কৃত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভা থেকেও বাদ দেয়া হয় তাকে। ঐ মন্তব্যকে কেন্দ্র করে দায়েরকৃত বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top