হ্যালো পৃথিবী, ঘুমিয়ে পড়া মহাকাশযানের বার্তা

S M Ashraful Azom
ঘুমিয়ে পড়া মহাকাশযান থেকে উত্তর এল প্রায় এক বছর বাদে। প্রথমেই সে একটি ট্যুইট করেছে, কই পৃথিবী কেমন আছো? হারিয়ে যাওয়া মহাকাশযান থেকে উত্তর পেয়ে নড়েচড়ে বসেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। জানা গিয়েছে হারিয়ে যাওয়া মহাকাশযানটির নাম ফিলে। ধূমকেতুর বুকে প্রথম পাঠানো মহাকাশ যান এটি। ইউরোপীয় মহাকাশ সংস্থা বলছে, প্রায় সাত মাস বিচ্ছিন্ন থাকার পর ওই যানটি পৃথিবীর সাথে আবার সংযোগ স্থাপন করেছে ও বার্তা পাঠাতে শুরু করেছে। গত বছরই এই যানটি ধূমকেতুতে অবতরণ করে। তার মাত্র কয়েক ঘণ্টা পরেই ফিলের সাথে পৃথিবীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  ফিলে ধূমকেতুর একটি অন্ধকার জায়গায় অবতরণ করায় বিজ্ঞানীরা তখনই এর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কারণ এই যানটি সৌরশক্তির সাহায্যে চলছিলো। মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা বলছেন, ধূমকেতুটি এখন সূর্যের অনেক বেশি কাছে গিয়ে পৌঁছেছে ফলে ছোট্ট এই রোবটের গায়ে যে সোলার প্যানেল বসানো আছে তাতে আলো পড়েছে ফলে ফিলে আবার ঘুম থেকে জেগে উঠেছে। আর রিচার্জড হওয়ার কারণেই পৃথিবীর সাথে এর যোগাযোগ পুন-স্থাপিত হয়েছে। ধূমকেতুর বরফ আর পাথর পরীক্ষা করে দেখার জন্যে এই যানটি পাঠানো হয়েছিলো। অনেক বিজ্ঞানীর ধারণা, এই ধূমকেতুর কারণেই হয়তো পৃথিবীতে পানির অস্তিত্ব আছে। আছে প্রাণও। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top