চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

S M Ashraful Azom
অসুস্থ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যাচ্ছেন। শরীরের উন্নতি না ঘটলে সেখানকার চিকিত্সকদের পরামর্শে তিনি যুক্তরাস্ট্রেও যেতে পারেন। এ সময় সঙ্গে  স্ত্রী রাহাত আরা তার সঙ্গে থাকবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার মির্জা ফখরুল  যুগান্তরকে বলেন, এই অবস্থায়  আরোগ্য লাভের জন্য  দেশবাসীর কাছে  দোয়া চাইছি।  চিকিত্সা শেষে সুস্থ হয়ে ফিরে এসে  যেন দেশ ও  দেশের মানুষের জন্য কাজ করতে পারি। চিকিত্সার জন্য  শেষ পর্যন্ত জামিনে মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানান এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জানা গেছে,ক্যারোটিড আর্টারির ব্লক, আইবিএসের সমস্যা, দাঁতের ব্যথা, গলার ধমনিতে (নার্ভ) প্রতিবন্ধকতাসহ ভাসকুলার  রোগে আক্রান্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই অবস্থায় ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রপ্তোর করে।  ছয় মাসের অধিক সময় কারাবন্দি থাকা অবস্থায় উচ্চ আদালতের নির্দেশে ১৪ই জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামিনে মুক্ত হন  মির্জা ফখরুল। এরপর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, কারাবন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের চিকিত্সা ব্যবস্থা পর্যাপ্ত  ছিল না।  যার কারনে শারীরিকভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন। কারাবন্দি থাকা অবস্থায় তার বারো কেজি ওজন কমে যায়।   চিকিত্সকরা বলেছেন, উন্নত চিকিত্সার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top