চাঁদাবাজির অভিযোগে এসআই গ্রেফতার

S M Ashraful Azom
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানার এসআই রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে চাঁদাবাজির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শৃঙ্খলা টিমের হাতে তিনি গ্রেফতার হন।
 
এ ঘটনায় পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে।
 
ঘটনার সত্যতা স্বীকার করে যাত্রীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শঙ্কর জানান, রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদাবাজির অভিযোগে শাহ আলী থানার এসআই আবদুল বাতেন ও এএসআই ইমরুল হোসেনকে প্রত্যাহার করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top