এবারের ঈদ উল ফিতরে একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, স্বাধীন খসরু, সাবেরী আলম, কাজী উজ্জলসহ অনেকে। একুশে টেলিভিশনে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে নাটকটি। বাসা থেকে পালানো ছাড়া আপাতত কোনো উপায় ছিল না আনিকার। অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটিকে চিরদিনই সে ঘৃণার চোখে দেখে এসেছে। অন্যদিকে মহিনেরও খানিকটা একই অবস্থা। প্রেম করে বিয়ে করতে হবে এমন চাওয়া তার নেই যদিও, কিন্তু পরিচয়? সেটা তো থাকতে হবে। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
অপূর্ব-মম’র ‘লাভ স্টেশন’
জুলাই ১৩, ২০১৫