মূসক দিবস: রাজশাহী বিভাগের ২১ প্রতিষ্ঠানকে সম্মাননা

S M Ashraful Azom
সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) দেওয়ায় রাজশাহী বিভাগের ২১ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
 
শুক্রবার দুপুরে জাতীয় মূসক দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে আট জেলার এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়েছে।
 
রাজশাহী জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মুসলিম কসমেটিকস অ্যান্ড হারবাল কেয়ার, আর সেবা ও ব্যবসায় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার এবং রাজশাহীর সাহেব বাজারের প্রাইড শাড়ি।
 
বগুড়া জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পিসিএল প্লাস্টিক গন্ডগ্রাম, সেবা ও ব্যবসায় বগুড়ার এশিয়া সুইট মিট কাজী নজরুল ইসলাম এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।
 
পাবনা জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এগ্রোভেট ডিভিশন এবং সেবায় পেয়েছে আব্দুল হামিদ রোডের লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। সিরাজগঞ্জ জেলার উৎপাদন ক্যাটারিতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি এবং ব্যবসায় কালিবাড়ীর আব্দুল হামিদ ভূঁইয়াকে পুরস্কৃত করা হয়।
 
নওগাঁ জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সান্তাহার রোডের নিউ ব্রাদার্স বিস্কুট, সেবা ও ব্যবসায় যৌথভাবে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার-১ এবং সাপাহারের মেঘলা এন্টারপ্রাইজ।
 
উৎপাদন ক্যাটাগরিতে জয়পুরহাট সুপার মিলস লিমিটেড, সেবা ও ব্যবসায় যথাক্রমে মারওয়ারিপট্টির শর্ম্মা মিষ্টান্ন ভাণ্ডার এবং সদর রোডের হাসান ট্রেডিংকে পুরস্কার দেওয়া হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদন ক্যাটাগরিতে ঈগল ফুডস, সেবা ও ব্যবসায় জেলার উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পুরাতন বাজারের মেসার্স অ্যানিমন স্টোরকে পুরস্কৃত করা হয়।
 
নাটোরে উৎপাদন ক্যাটাগরিতে মেসার্স আনন্দময়ী স্টেইনলেস স্টিল এবং সেবায় স্টেশন রোডের নাটোর টাউন প্রেসকে পুরস্কার দেওয়া হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top