১৬১ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা

S M Ashraful Azom
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৬৬ রানের লক্ষ্যে বাট করতে নেমে ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে। হাসিম আমলা ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফিরে গেছেন।  ক্রিজে ব্যাট হাতে ডু প্লেসিসকে সঙ্গ দেয়া ডি ককও ব্যক্তিগত ৩৫ রান করে আউট হয়ে গেলেন। ব্যাট হাতে ডু প্লেসিসকে সঙ্গ দিচ্ছেন রসৌও 
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৬০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। 
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে প্রথমেই হোঁচট খায় টাইগাররা।

কাগিসো রাবাদার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যান তামিম। তার পরের বলে লিটন দাস ক্যাচ তুলে দেন বেহারদিয়েনের হাতে। আর ষষ্ঠ বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা।

অষ্টম ওভারের দ্বিতীয় বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সৌম্য সরকার (২৭) রাবাদার চতুর্থ শিকারে পরিণত হন।

এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সতর্ক ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে বাংলাদেশ। কিন্ত ২০ তম ওভারে ডুমিনির বলে ইমরান তাহিরের হাতে ধরা পড়েন মুশফিক (২৪)। ফলে আবারো চাপে পড়ে টাইগাররা।

দলীয় ১০৪ রানে ক্রিস মরিসের বলে বোল্ড হয়ে যান সাব্বির (৫)। ২৬তম ওভারের প্রথম বলে সাকিব আল হাসানকে (৪৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইমরান তাহির।

আর ২৯তম ওভারের পঞ্চম বলে রাবাদার পঞ্চম শিকারে পরিণত হন মাশরাফি। ৩১ তম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান জুবায়ের হোসেন। এটা ছিল রাবাদার ষষ্ঠ উইকেট।

সবশেষে ক্রিস মরিসের বলে বোল্ড আউট হন নাসির হোসেন (৩১)। অপরাজিত মুস্তাফিজুর রহমান ১১ বল মোকাবেলা করলেও কোন রান করতে সক্ষম হননি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৫টা ৪০ মিনিটে। এ কারণে খেলা ১০ ওভার কমিয়ে ৪০ ওভার নির্ধারণ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top