এই ‘সবাই’ অভিনয়ের, গানের মানুষ। কেউ থাকেন আড়ালে, পর্দার পেছনে। সবাইকে একসঙ্গে বসিয়ে একাত্তর টিভি বলছে, ‘জয়তু’। অনুষ্ঠানের নামও এটা। ঈদের পাঁচদিন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, পরিচিত এই মানুষগুলো আসবেন একাত্তর টিভিতে। বলবেন নিজের কথা। ঈদের দিন থাকবেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ ও রিচি সোলায়মান। ঈদের পরদিন এস আই টুটুল, রুমানা ইসলাম, পড়শী ও শওকত আলী ইমন। তৃতীয় দিন সামিনা চৌধুরী, চয়নিকা চৌধুরী ও নওশীন নাহরিন মৌ। চতুর্থ দিন ইরেশ যাকের, সোহানা সাবা ও তপু। আর আইয়ুব বাচ্চু, হাসান আবেদুর রেজা জুয়েল ও ফুয়াদ নাসের বাবু থাকবেন ঈদের পঞ্চম দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সামিয়া রহমান। প্রযোজনা সারওয়ার বাপী। একাত্তর টিভিতে ঈদের পাঁচদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘জয়তু’।
তাদের সবার জয় হোক
জুলাই ১৭, ২০১৫