গরুর ভালভ প্রতিস্থাপনে বাঁচলো বৃদ্ধার জীবন!

S M Ashraful Azom
গরুর হৃদয়েই পুনর্জন্ম! অশীতিপর বৃদ্ধাকে বাঁচানোই যেত না। হার্টের অর্টিক ভালভ সরু হয়ে গিয়েছিল। ফলে রক্তসঞ্চালন ঠিকমতো হচ্ছিল না। শেষ পর্যন্ত ত্রাতা হল গরু। গরুর হৃদপিণ্ড থেকে ভালভ নিয়ে এক বৃদ্ধার হার্টে প্রতিস্থাপন করা হল। নজিরবিহীন এই অস্ত্রোপচার করলেন চেন্নাইয়ের একটি হাসপাতালের একদল চিকিৎসক। ৮১ বছরের ওই বৃদ্ধার ১১ বছর আগেই হার্টের একটি ভালভ প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তিনি হৃদরোগে ভুগছিলেন। শ্বাসকষ্টর সঙ্গে বুকে ব্যথা। পরীক্ষা করে দেখা যায়, বৃদ্ধার অর্টিক ভালভ সরু হয়ে গিয়েছে। অতঃপর, ফের ভালভ প্রতিস্থাপন। কিন্তু এবার কার্যত অলৌকিক ঘটনা ঘটলো। চিকিৎসক দলের সদস্য কে এম চেরিয়ান বলেন, ‘অস্ত্রোপচারটিতে খুব ঝুঁকি ছিল। ওই বৃদ্ধা এপ্রিলে আমাদের জানান, শ্বাসকষ্ট হচ্ছে ও বুকে ব্যথা। পরীক্ষা করে দেখা যায়, গতবার যে অর্টিক ভালভটি প্রতিস্থাপন করা হয়েছিল, সেই ভালভটি সরু হয়ে গিয়েছে। এরপরই চিকিৎসকরা ঠিক করেন, পুরনো ভালভটি বাদ দিয়ে নতুন ভালভ বসাবেন। তখনই গরুর হার্টের অর্টিক ভালভের প্রয়োজন পড়ে। ৩ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বৃদ্ধা এখন সুস্থ, দিব্য শ্বাস নিচ্ছেন বলে জানালেন চিকিৎসকরা। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top