পতাকা উঠল, তবে ৫৪ বছর পর

S M Ashraful Azom
ঠাণ্ডা যুদ্ধের সময়কার দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে অবশেষে সেতুবন্ধন পুনঃপ্রতিষ্ঠিত হলো। উভয় দেশ তাদের স্ব স্ব দূতাবাসও খুলেছে সোমবার। এমনকি যুক্তরাষ্ট্রের মাটিতে কিউবার লাল, নীল ও সাদা রংয়ের তারকাখচিত পতাকাও পতপত করে উড়ছে। কিন্তু এর মাঝে কেটে গেছে অর্ধ শতক বা ৫৪ বছর। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সোমবার এক দেশ আরেক দেশের রাজধানীতে নিজেদের দূতাবাস খুলেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত কিউবান দূতাবাসে ইতোমধ্যে পতাকা উত্তোলন করা হয়েছে। তবে কিউবার রাজধানী হাভানায় অবস্থিত মার্কিন দূতাবাসে এখনও উত্তোলন করা হয়নি ডোরা দাগ ও তারকাখচিত যুক্তরাষ্ট্রের পতাকা। খবরে বলা হয়েছে, আগামী মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কিউবা সফরের সময় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন যেদিনই হোক, দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মধ্যে যে নতুন ইতিহাসের জন্ম হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাহুল কাস্ত্রো দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার যৌথ ঘোষণা দেন। তারপর থেকেই দূতাবাস প্রতিষ্ঠা ও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা নিয়ে বেশ কিছু বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুই দেশে দূতাবাস প্রতিষ্ঠিত হলো। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top