বাংলাদেশের ডিজিটাল মার্কেটের হাল-চাল

S M Ashraful Azom
অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এবং পাবলিক রিলেশন নিয়ে কাজ করে সিঙ্গাপুরভিত্তিক সংস্থা ‘উই আর সোশ্যাল’। সম্প্রতি সংস্থাটি সিঙ্গাপুরের ‘ইন্টার্যাকটিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো’র (আইএবি) সাথে কাজ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল মার্কেট নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। গত মার্চ মাসের ডিজিটাল মার্কেটের পরিসংখ্যান নিয়ে প্রকাশিত সেই রিসার্চের আওতায় এশিয়ার অন্য দেশগুলোর সাথে বাংলাদেশের ডিজিটাল মার্কেটের চিত্রও তুলে ধরা হয়। এই গবেষণায় উঠে এসেছে, মার্চ মাসের ৩০ দিন ধরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩ শতাংশেরও বেশি জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করে যাচ্ছে এবং ২৫% মানুষ সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে এসব অঞ্চলের মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। পরিসংখ্যান বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে ৯০৬ মিলিয়ন মানুষ, যা গত বছরের মধ্যে ৩২% বেড়েছে। এমনকি এ অঞ্চলে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড় হাজার মিলিয়নের কাছাকাছি চলে এসেছে।
 
বাংলাদেশের ডিজিটাল মার্কেটের হাল-চাল
 
গবেষণায় বাংলাদেশের ডিজিটাল মার্কেটের বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যবসা এবং চাকরির প্রসার ঘটায় বাংলাদেশের প্রায় ১৬০ মিলিয়ন জনসংখ্যার ২৮% মানুষ এখন শহরে বসবাস করছে। সেইসাথে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যাও অনেক বেড়েছে। গবেষণা অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা এখন ১২০ মিলিয়ন বা ১২ কোটি ছাড়িয়েছে। অর্থাত্, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭৭% বা তিন-চতুর্থাংশেরও বেশি এখন মোবাইল ব্যবহারের আওতায় চলে এসেছে।
 
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানানো হয়েছে গবেষণায়। তাদের হিসাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ জনগোষ্ঠী এখন ইন্টারনেট ব্যবহার করছে। অর্থাত্ বাংলাদেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৪০ মিলিয়ন বা চার কোটির বেশি। পরিসংখ্যান অনুযায়ী গত বছর জানুয়ারি মাস থেকে এ বছর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১২%।
 
গবেষণা বলছে, বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। বাংলাদেশে গত এক বছরের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ১৩২% বেড়েছে। অর্থাত্ এই সময়ে সোস্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। বাংলাদেশে এখন সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে ১৩.২ মিলিয়ন মানুষ। তাদের মধ্যে ১১.৬ মিলিয়ন ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। অর্থাত্ মোট জনগোষ্ঠীর ৭% মানুষ সামাজিক যোগাযোগের কাজ মোবাইলেই সারছেন। গবেষণার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের ৮৩ নম্বর স্লাইডে রয়েছে বাংলাদেশের ডিজিটাল মার্কেটের পরিসংখ্যান। http://goo.gl/iqb7WQ লিংকে গেলে দেখা যাবে এই গবেষণার প্রেজেন্টেশন স্লাইড।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top