পৃথিবীর গা ঘেঁষে ফের চলে যাবে একটি গ্রহাণু। বিশ্বের সবচেয়ে কাছের গ্রহ শুক্রের থেকেও ৩০ গুণ কাছ দিয়ে চলে যাবে এই গ্রহাণু। রবিবার রাত ১১টা নাগাদ গ্রহাণুটি চলে যাবে। সোমবার ভোর চারটায় ইন্টারনেটে সেই দৃশ্য লাইভ দেখতে পাবেন সবাই। গ্রহাণুটির নাম ইউ-ডব্লিউ-১৫৮, ওজন ৯০ মিলিয়ন টন। এটি ৬ ডলার ট্রিলিয়ন প্লাটিনাম বহন করছে বলে জানিয়েছেন গবেষকরা। মহাকাশের প্রজেক্ট ‘স্লু’ যা টেলিস্কোপ আর ইন্টারনেটের সংযোগ সাধন করে, সেই পাঠাবে এই ছবি। গ্রহাণুটিকে ‘এক্স-টাইপ’ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ এটির বেশির ভাগ অংশই ধাতুর তৈরি।