শিলংয়ে সালাহ উদ্দিনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৩০ জুলাই

S M Ashraful Azom
বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে তার বিচার চলবে শিলং আদালতে। আগামী ৩০ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।

বুধবার শিলংয়ের জেলা ম্যাজিস্ট্রেট কে এম এল নংব্রিয়ের আদালত এই অভিযোগ গঠন করেন।

এদিকে শুনানিতে অংশ নিতে আদালতে স্বশরীরে উপস্থিত  ছিলেন সালাহ উদ্দিন আহমেদ। সাত জনকে সাক্ষী করে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top