চুরির ভাগ্য ভালোই বলতে হবে চীনের সিন সিটি বা পাপের শহরের দংগুয়ানের
চোর বাসিন্দা জেং-এর। গিয়েছিলেন মোবাইল সেট চুরি করতে। কিন্তু ব্যর্থ হয়ে
৭০ হাজার ইউয়ান (১১ হাজার মার্কিন ডলার) জরিমানা হিসেবে পেতে যাচ্ছেন চীনের
ওই চোর নাগরিক!
সম্প্রতি ওই চোর জংয়ের করা অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী ইউয়ানকে এ জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে চীনের একটি আদালত। ইউয়ান নামের ওই ভুক্তভোগীকে জরিমানার পাশাপাশি তিন মাস পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতে গুয়াডং প্রদেশের দংগুয়ান এলাকায় ইউয়ানের মোবাইল ফোন চুরির চেষ্টা করেন জেং। এ সময় ইউয়ান ও তার দুই সহযোগী তাকে ডাকাত বলে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তারা তিনজন মিলে জেংকে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার পরদিন জেং পুলিশের কাছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দংগুয়ানের তৃতীয় বিচারিক আদালত এ রায় দেয়। ডাকাতি চেষ্টার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ না করে নিজেরা ব্যবস্থা নেওয়ার দায়ে ইউয়ান ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। তবে জেংকে চুরির চেষ্টার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কিনা তা জানা যায়নি।
আইনের শাসন সমুন্নত রাখতেই নাকি আদালতের এই নির্দেশ। চীনের শাসকদল কমিউনিস্ট পার্টি সম্প্রতি দেশব্যাপী আইনের শাসনের প্রতিষ্ঠা নিশ্চিত করতেই নাগরিকদের আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ বাস্তবায়ন করছে।
সম্প্রতি ওই চোর জংয়ের করা অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী ইউয়ানকে এ জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে চীনের একটি আদালত। ইউয়ান নামের ওই ভুক্তভোগীকে জরিমানার পাশাপাশি তিন মাস পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতে গুয়াডং প্রদেশের দংগুয়ান এলাকায় ইউয়ানের মোবাইল ফোন চুরির চেষ্টা করেন জেং। এ সময় ইউয়ান ও তার দুই সহযোগী তাকে ডাকাত বলে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তারা তিনজন মিলে জেংকে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার পরদিন জেং পুলিশের কাছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দংগুয়ানের তৃতীয় বিচারিক আদালত এ রায় দেয়। ডাকাতি চেষ্টার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ না করে নিজেরা ব্যবস্থা নেওয়ার দায়ে ইউয়ান ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। তবে জেংকে চুরির চেষ্টার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কিনা তা জানা যায়নি।
আইনের শাসন সমুন্নত রাখতেই নাকি আদালতের এই নির্দেশ। চীনের শাসকদল কমিউনিস্ট পার্টি সম্প্রতি দেশব্যাপী আইনের শাসনের প্রতিষ্ঠা নিশ্চিত করতেই নাগরিকদের আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ বাস্তবায়ন করছে।