ধুম ছবির চতুর্থ পর্বে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। বলা চলে— দীপিকাই হতে যাচ্ছেন নতুন ধুম গার্ল। এর আগে এষা, বিপাশা ও ক্যাটরিনাকে ধুম গার্ল হিসেবে দেখা গেছে। ‘ধুম ফোর’ নির্মাণ করতে যাচ্ছে যশরাজ ফিল্মস। চলতি বছরেই শুরু হতে পারে এ ছবির কাজ। ধুম ফোর ছবিতে জুটি বাঁধতে পারেন দীপিকার সঙ্গে হৃতিক রোশন। ধুম থ্রিতে ছিলেন আমির খান ও ক্যাটরিনা কাইফ। এবারে শোনা যাচ্ছিল, শাহরুখ বা সালমানের কেউ একজন ধুমের প্রধান চরিত্রে থাকতে পারেন। তবে শাহরুখ-সালমান নয়; ধুম ফোরে ধুন্ধুমার তোলার জন্য হৃতিকের কাছেই ধরনা দিয়েছে যশরাজ ফিল্মস। এর আগে অবশ্য যশরাজ ফিল্মসের হয়ে ধুম টু ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কাজ করেছিলেন হৃতিক। যশরাজের হয়ে ‘বাচনা এ হাসিনো’ ছবিতে কাজ করেছিলেন দীপিকা। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বলিউডের কাঙ্ক্ষিত নায়িকাদের মধ্যে এখন শীর্ষে আছেন দীপিকা। ধুম ফোরে অভিনয়ের জন্য তিনি সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে। সব ঠিকঠাক থাকলে হৃতিক-দীপিকার জুটিকে প্রথমবারের মতো ‘ধুম মাচাতে’ দেখা যাবে। ছবিতে যথারীতি পুলিশের ভূমিকায় অভিষেক বচ্চন থাকছেন আর তার সঙ্গী উদয় চোপড়াকেও ধুম ফোরে দেখা যাবে।